Views Bangladesh Logo

কোপা আমেরিকা

ব্রাজিলের সাথে ড্র করে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

পিছিয়ে থেকেও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। মঙ্গলবার ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে খেলার যোগ্যতা অর্জন করে দলটি । অন্যদিকে রানার্স-আপ হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখল ব্রাজিল।

এই নকআউট রাউন্ডে গ্রুপ সি-এর রানার্স-আপ পানামার মুখোমুখি হবে নেস্তর লরেঞ্জোর শিষ্যরা।

সান্তা ক্লারার লেভাইস স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের ১২তম মিনিটে লিড নেয় ব্রাজিল। ফ্রি কিক থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। এর ঠিক ৫ মিনিট পরেই সমতা ফেরার সুযোগ পায় কলম্বিয়া। তবে রদ্রিগেসের তীব্র গতির শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। এরপর ১৯তম মিনিটে গোল পায় তারা। তবে এবারও অফসাইডের কারণে সানচেজের গোল বাতিল হয়।

বিরতির ঠিক আগে দারুণ এক গোলে সমতায় ফেরে কলম্বিয়া। করডোবার দারুণ এক পাসে বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক শটে অ্যালিসনকে বোকা বানান মুনোজ। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেও গোলের দেখা পায়নি কেউই। বেশ কয়েকটি আক্রমণ সাজিয়েও ব্যর্থ হয় ব্রাজিল। ম্যাচের একদম শেষ মুহূর্তে দারুণ এক সেভে কলম্বিয়াকে বাঁচিয়ে দেন গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ। এই ড্রয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত রইল কলম্বিয়া।

অন্যদিকে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-ব্রাজিল কোয়ার্টার ফাইনালে খেলবে উরুগুয়ের বিপক্ষে

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ