Views Bangladesh Logo

ঢাকায় আসছেন ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদিনহো

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সফরে আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। চলতি মাসের ১৮ তারিখে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন সাবেক এই পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান ফরোয়ার্ড।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তারই পৃষ্ঠপোষকতায় ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

শতদ্রু জানিয়েছেন, রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়ারও থাকার কথা রয়েছে।

ঢাকায় আসার আগে দুই দিন কলকাতায় নানান ইভেন্টে অংশ নেবেন রোনালদিনহো। সেটা শেষ করে দুপুরে ঢাকা আসবেন। পরদিন সকালে ঢাকা ছেড়ে যাবেন তিনি। এর মধ্যে অনুমতি পাওয়া সাপেক্ষে তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ