আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সুপার ওভারে ভারতের জয়
শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচ
গত ষাট বছরে আমি কত ক্রিকেট যে শুনেছি এবং দেখেছি তার হিসাব করলে মাথা ঘুরবে অনেকেরই। বাংলাদেশে, আমার যতটা মনে পড়ে–বিটিভিতে ক্রিকেট ম্যাচের লাইভ সম্প্রচার শুরু হয়েছিল ১৯৮৩ সালে, লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় বিশ্বকাপের ফাইন্যাল ম্যাচটির লাইভ টেলিকাস্ট দেখার মধ্য দিয়ে। ওই প্রথম ওয়েস্ট ইন্ডিজ আধিপত্যের অবসান ঘটিয়ে ভারত বিশ্বকাপ ছিনিয়ে নেয়। মাত্র ১৮৩ রানের পুঁজি হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত বিশ্বকাপ জিতে নেবে–তখন তা কেউ ভাবতেও পারেনি।
তারপর থেকে বহু ক্রিকেট ম্যাচ দেখা হয়েছে। টেস্ট ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে প্রথমে ৬০ ওভার ও ১৯৮৭ সাল থেকে ৫০ ওভারের ক্রিকেট। সর্বশেষ টি২০-র ধুমধাড়াক্কা ক্রিকেট আসার পর খালি স্টেডিয়াম উপচে পড়েছে ক্রিকেটপ্রেমীদের ভিড়ে। এতকাল, অর্থাৎ গত ৬০ বছরে আমি যত উত্তেজনাপূর্ণ ক্রিকেট যুদ্ধ দেখেছি–সবকে ছাড়িয়ে গেছে গতকাল বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম আফগনিস্তানের তৃতীয় টি২০ ম্যাচটি।
নির্দিষ্ট ২০ ওভারে ভারত করে ২১২/৪ উইকেট হারিয়ে। তখন মনে হয়েছিল খেলাটি জমবে না। ভারত সহজ জয় পাবে; কিন্তু না লড়াকু আফগানরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রান তুলে নেয়। সমান রান হওয়ায় খেলাটি সুপার ওভারে গড়ায়। তখনো মনে হয় ভারতের হিটম্যানরাই সহজ জয় পাবে। তারা সুপার ওভারে ১৬ রান করে সেই ইঙ্গিতই যখন দিচ্ছিল তখন আফগনিস্তানের বেটারা প্রমাণ করে দেয়, তারাও কম ওভারের খেলার তালিম কিছু কম নেয়নি। হিটম্যান তাদেরও আছে। সুপার ওভারে আফগানিস্তান ১৬ রান তুলে নিলে খেলাটি দ্বিতীয় সুপার ওভারে গড়ায়। আর দ্বিতীয় সুপার ওভারেই ভারতের কৌশলের কাছে পরাজয় মানে আফগানরা।
ভারত দ্বিতীয় সুপার ওভারে তোলে মাত্র ১১ রান। খেলাটি আফগানদের দিকে হেলে পড়ে, যার প্রথম সুপার ওভারে ১৬ রান তুলেছে- তারা ১১ রান করতে পারবে না। নিশ্চয়ই পারবে। এরকমই আমি ভাবছি, যখন তখন ভারতের কাপ্তান ফাস্ট বোলারের পরিবর্তে স্পিনার রবি বিষ্ণুইকে দিয়ে আক্রমণ চালায় আফগনিস্তানের তোড়াবোড়া পাহাড়ে। আর তাতেই কাজ হয়। ফ্লাইং মুডে থাকা আফগানরা মানসিকভাবে ছিল ভারতীয় ফাস্ট বোলারদের বল পিটিয়ে স্টেডিয়ামের বাইরে ফেলার মুডে। স্পিন মোকাবিলার কথা তারা স্বপ্নেও ভাবেনি। ফলে আফগানরা আর গিয়ার চেঞ্জ করার সময় পায়নি। আফগানরা বিষ্ণুইয়ের পরপর দুই বলে মাঠ পেরুনোর আগেই ক্যাচ আউট হলে খেলাটি শেষ হয়। ১ রান দিয়ে দুই উইকেট নেন রবি বিষ্ণুই। ভারত জিতে যায়।
এরকম শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচ আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না।
লেখক: কবি
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে