টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।
টিসিবির সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
সূত্র আরও জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালের স্থলাভিষিক্ত হবেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল, পিএসসি। ইকবালকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে