বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করল ব্রিটিশ কাউন্সিল
বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশনের (টিএনই) বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। যা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিবেদনে বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।
অনুষ্ঠানে গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা পরিচালক সালভাদর কারবাজাল লোপেজ।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফরবস বলেন, ‘এই প্রতিবেদনটি টিএনই বৃদ্ধির চ্যালেঞ্জ ও সুযোগগুলোকে চিহ্নিত করতে সহায়তা করবে এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। যা শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।’
অধ্যাপক ফায়েজ বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে টিএনই সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্রিটিশ কাউন্সিল, যা উভয় দেশের জন্য একাডেমিক উৎকর্ষতা, সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী প্রতিযোগিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, ‘টিএনই যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি বিশ্বব্যাপী শিক্ষা অংশীদারিত্বের ভবিষ্যৎ কেমন হতে পারে তা অনুসন্ধানের একটি সুযোগ সৃষ্টি করছে।’
অনুষ্ঠানে ২০২৫ সালের টিএনই গ্রান্টের বিজয়ীদের নাম ঘোষণা করেন ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা বিভাগের প্রধান তৌফিক হাসান। যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতার অংশ হিসেবে লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি, নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড অনুদান প্রদান করা হয়। এই অনুদানগুলোর মাধ্যমে টিএনই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা হবে।
জানা গেছে, সম্পূর্ণ প্রতিবেদনটি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে