বাংলাদেশকে নিয়ে এপিপিজির রিপোর্ট ‘একপাক্ষিক’: ব্রিটিশ এমপি রূপা হক
বাংলাদেশ সফর শেষে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক কমনওয়েলথ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রকাশিত রিপোর্টকে ‘একপাক্ষিক’ বলে সমালোচনা করেছেন।
নিজের ভেরিফাইড ‘এক্স’ অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘এপিপিজি ফর কমনওয়েলথ-এর নামে একটি একপাক্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে মিথ্যাচার প্রচার করা হয়েছে। এটি ব্যাপক প্রচারিত হওয়ায় যুক্তরাজ্য সরকারের নীতিতে বিভ্রান্তি সৃষ্টি করেছে।’
হাউস অব কমন্স-এ এক পয়েন্ট অব অর্ডারে তিনি নিশ্চিত করেছেন এটির ‘কোনো সরকারি প্রাসঙ্গিকতা নেই’।
যুক্তরাজ্যের জনগণ ৬৫০ জন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত করে, যারা হাউস অব কমন্সে তাদের স্বার্থ ও উদ্বেগ তুলে ধরেন।
কমনওয়েলথ এপিপিজি সম্প্রতি একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংকটের পরবর্তী পরিস্থিতি বর্ণনা করা হয়েছে।
রিপোর্টে অন্তর্বর্তীকালীন প্রশাসন, যেটি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, তার অধীনে রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলোর একটি অস্থিতিশীল মিশ্রণ তুলে ধরা হয়েছে।
এতে দেশব্যাপী সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক মর্যাদার জন্য হুমকিস্বরূপ।
ডেভিড ল্যামিকে সতর্ক করা হয়েছে, বাংলাদেশের দ্রুত অবনতিশীল পরিস্থিতির কারণে যুক্তরাজ্য আরেকটি বৈশ্বিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে