Views Bangladesh Logo

বাংলাদেশকে নিয়ে এপিপিজির রিপোর্ট ‘একপাক্ষিক’: ব্রিটিশ এমপি রূপা হক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সফর শেষে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক কমনওয়েলথ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রকাশিত রিপোর্টকে ‘একপাক্ষিক’ বলে সমালোচনা করেছেন।

নিজের ভেরিফাইড ‘এক্স’ অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘এপিপিজি ফর কমনওয়েলথ-এর নামে একটি একপাক্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে মিথ্যাচার প্রচার করা হয়েছে। এটি ব্যাপক প্রচারিত হওয়ায় যুক্তরাজ্য সরকারের নীতিতে বিভ্রান্তি সৃষ্টি করেছে।’

হাউস অব কমন্স-এ এক পয়েন্ট অব অর্ডারে তিনি নিশ্চিত করেছেন এটির ‘কোনো সরকারি প্রাসঙ্গিকতা নেই’।

যুক্তরাজ্যের জনগণ ৬৫০ জন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত করে, যারা হাউস অব কমন্সে তাদের স্বার্থ ও উদ্বেগ তুলে ধরেন।

কমনওয়েলথ এপিপিজি সম্প্রতি একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংকটের পরবর্তী পরিস্থিতি বর্ণনা করা হয়েছে।

রিপোর্টে অন্তর্বর্তীকালীন প্রশাসন, যেটি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, তার অধীনে রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলোর একটি অস্থিতিশীল মিশ্রণ তুলে ধরা হয়েছে।

এতে দেশব্যাপী সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক মর্যাদার জন্য হুমকিস্বরূপ।

ডেভিড ল্যামিকে সতর্ক করা হয়েছে, বাংলাদেশের দ্রুত অবনতিশীল পরিস্থিতির কারণে যুক্তরাজ্য আরেকটি বৈশ্বিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ