Views Bangladesh Logo

মণিপুরের ৫ জেলায় ফের ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, এখনও মোবাইল ডেটা বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

তিন দিন বন্ধ থাকার পর ভারতের মণিপুর রাজ্যের পাঁচ উপত্যকা জেলায় ফের ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে। রাজ্যের রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

জেলাগুলো হলো-পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং। তবে এক অফিস আদেশে জানানো হয়, এসব জেলায় মোবাইল ডেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার এখনও বন্ধ রয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এনডিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটির প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, গত সপ্তাহের 'ড্রোন হামলা' এবং পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বানোয়াট পোস্ট ছড়াতে না পারে সেজন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

মূলত এই নিষেধাজ্ঞা পাঁচ দিন বহাল থাকার কথা থাকলেও বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এটি আংশিকভাবে শিথিল করে মণিপুর রাজ্যের সরকার।

উপত্যকায় বসবাসকারী মেইতি সম্প্রদায় এবং পার্বত্য অঞ্চলে আধিপত্যকারী কুকি উপজাতিদের মধ্যে উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়েছে। যার ফলে তাদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষও হয়েছে। গত ১৬ মাস ধরে চলমান এই সংঘাতের কারণে ২২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিষ্টান কুকি সম্প্রদায়ের মধ্যে গত কয়েক মাস ধরে বেড়েছে সংঘর্ষ। গত ১৬ মাস ধরে চলমান এই সংঘাতের প্রভাব পড়েছে মণিপুরের কিছু পাহাড়ি এলাকায়। ফলে ২২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ