Views Bangladesh

Views Bangladesh Logo

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ হস্তান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ওগাঁয় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ফেরত দিল ভারত। বুধবার (২৭) মার্চ রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত ১০টার সময় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বিএসএফ সদস্যরা হাপানিয়া সীমান্তবর্তী এলাকায় ২৩৬ মেইন পিলারের কাছে আল আমিন নামের ওই কৃষকের মরদেহ হস্তান্তর করে।

এ সময় পোরশা থানার জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গরু আনতে গিয়ে গত ২৬ মার্চ পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতের মালদা জেলার বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হন আল আমিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ