Views Bangladesh

Views Bangladesh Logo

হত্যার ৪৫ ঘণ্টা পরে বাংলাদেশি কিশোরীর মরদেহ ফেরত দিল বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি এক কিশোরীর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ওই ঘটনার ৪৫ ঘণ্টা পর মঙ্গলবার রাতে মেয়েটির মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

জানা গেছে, নিহত মেয়েটির নাম স্বর্ণা। সে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগর গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে।

পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখার জন্য ১০ হাজার টাকার মাধ্যমে স্থানীয় দুই দালাল ধরে স্বর্ণা ও তার মা গত রবিবার রাতে লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। কাঁটা তারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। স্বর্ণার মাসহ বেশ কয়েকজন আহত হন। রাতে বিজিবির একটি দল বাড়িতে এসে জানায়, স্বর্ণার লাশ বিএসএফ নিয়ে গেছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মেয়েটির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-৪৬ ব্যাটালিয়ন লালারচক সীমান্ত ফাঁড়ির (বিওপি) পেট্রোল কমান্ডার নায়েক ওবায়েদ জানান, পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ