দিনাজপুর সীমান্তে পতাকা বৈঠকের পর কৃষককে ছাড়ল বিএসএফ
দিনাজপুরের বিরল সীমান্তে ধরে নিয়ে যাওয়া কৃষক আল- আমিনকে পতাকা বৈঠকের মাধ্যমে ৬ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি ক্যাম্পের দ্বীপনগর গ্রামের ৩২৩ মেইন পিলারসংলগ্ন এলাকায় ক্ষেতে কৃষি কাজ করার সময় তাকে মারধর করে তুলে নিয়ে যায় বিএসএফ ।
এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশি কয়েকজন নাগরিক ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে তুলে দেয়।
এ ঘটনায় উভয় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে এ নিয়ে উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) সদস্যদের পতাকা বৈঠকে বসে। বৈঠকের পর বিকাল সোয়া ৪টায় বাংলাদেশি যুবক এবং ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানিয়েছেন, ' ভুল বোঝাবুঝি কারণে এমন ঘটনা ঘটেছে। তবে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছে। বিকেল সোয়া ৪টায় আল-আমীনকে বিএসএফ ফেরত দিয়েছেন।
ভারতীয় নাগরিকেও বিএসএফের কাছে ফেরত দেয়া হয়েছে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে