Views Bangladesh

Views Bangladesh Logo

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

District  Correspondent

জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ঞ্চগড় সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোর আবু রায়হান ইসলাম ওরফে ওয়াশিমকে (১৭) ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের এলাকায় বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়।

কিশোর আবু রায়হান ইসলাম অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকার কৃষক রেজাউল করিমের ছেলে। সে দিনাজপুর জেলায় একটি হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে। ছুটিতে কয়েক দিন আগে বাড়িতে বেড়াতে এসেছিল।

বুধবার বেলা সোয়া তিনটার দিকে সীমান্ত এলাকার ৭৪৬ নম্বর মেইন পিলার থেকে আবু রায়হানকে ধরে নিয়ে যায় বিএসএফ।

খবর পেয়ে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানান।

পরে আবু রায়হানকে ফেরত দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ