খিয়াং নারীকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্র ইউনিয়নের
বান্দরবানের থানচিতে খিয়াং জনগোষ্ঠীর নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার (৬ মে) বিবৃতিতে ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীগুলোর নারীদের ওপর নিপীড়ন, শ্লীলতাহানি, ধর্ষণ ও হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। একদিকে সেটেলারদের ধর্ষণ, নিপীড়ন ও হত্যা, অন্যদিকে পাহাড়ে সেনাশাসন জনগোষ্ঠীগুলোর জীবনকে বিপন্ন করে তুলেছে। এসব নিপীড়নের ঘটনা পাহাড়ে চলা কাঠামোগত সহিংসতার ধারাবাহিকতা। পাহাড়ে সেটেলারদের ভূমিকা তাদের নিজস্ব জীবন ব্যবস্থা ও নিরাপত্তাকেও হুমকির মধ্যে ফেলেছে।
খিয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে তারা বলেন, মিডিয়ার প্রোপাগান্ডা, বিভিন্ন কোম্পানির ব্যবসায়িক দৌরাত্ম্য এবং সরকার ও সেনাবাহিনীর প্রত্যক্ষ ইন্ধনে পাহাড়ি জনগোষ্ঠীগুলোর আত্মনিয়ন্ত্রণের অধিকার ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চলছে।
দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমন স্বাক্ষরিত বিবৃতিতে সব জাতিসত্ত্বার অধিকার আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ছাত্র ইউনিয়নের নেতারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে