ভুল তথ্য মোকাবেলায় মেটাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিটিআরসি
মেটাকে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে গুজব ও ভুল তথ্য ছড়ানো রোধে আরও কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে টেক জায়ান্ট মেটার একটি প্রতিনিধিদল। এসময় এই আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান।
মেটা কর্মকর্তারা বিটিআরসি চেয়ারম্যানকে বাংলাদেশে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও মেটা ও বিটিআরসির মধ্যে ইতিবাচক সম্পর্কের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন মেটার গোপনীয়তা ও ডেটা নীতির প্রধান আরিয়ান জিমেনেজ, কনটেন্ট এক্সপার্ট নয়ন তারা ও বাংলাদেশে মেটার পাবলিক পলিসি প্রধান রুজন সারোয়ার।
সাক্ষাতকালে নিরাপদ অনলাইন ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা চালাতে ও বাংলাদেশি জনগণের মধ্যে ডিজিটাল স্বাক্ষরতা বাড়াতে মেটাকে আহ্বান জানিয়েছে বিটিআরসি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে