Views Bangladesh

Views Bangladesh Logo

আমরা টেকনোলজিসকে ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর আমরা টেকনোলজিস লিমিটেডকে ১৫ দিনের মধ্যে সব বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আমরা টেকনোলজিসের কাছে এখন ২৫ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকা পাওনা রয়েছে। বকেয়ার মধ্যে রয়েছে গত বছরের লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, লেট ফি ও কর।

বিটিআরসি জানিয়েছে, আমরা টেকনোলজিসের বিশাল পরিমাণের বকেয়া পরিশোধ না করার কারণে কমিশন এই নির্দেশ জারি করেছে। প্রতিষ্ঠানটি আইআইজি অপারেটর হিসেবে দেশব্যাপী ইন্টারনেট সেবা প্রদান করে এবং সময়মতো বকেয়া পরিশোধ না করায় কমিশন তাদের একাধিকবার সতর্ক করেছে।

আইআইজি অপারেটররা দেশের ইন্টারনেট সংযোগ প্রদান এবং স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, বকেয়া পরিশোধ না করলে এসব প্রতিষ্ঠানের সেবা প্রদানে সমস্যা হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা টেকনোলজিসের ক্ষেত্রে এমন সংকটের আশঙ্কা করছেন।

বিটিআরসি আরও জানিয়েছে, যদি আমরা টেকনোলজিস নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে কমিশন আইনি ব্যবস্থা নেবে।

আমরা টেকনোলজিস লিমিটেডের এক কর্মকর্তা বলেন, তারা বকেয়া পরিশোধের প্রস্তুতি নিচ্ছেন এবং ১৫ দিনের মধ্যে পরিশোধ করা হবে।

তিনি বলেন, ‘কিছু প্রযুক্তিগত এবং প্রশাসনিক জটিলতার কারণে আমরা বকেয়া পরিশোধে বিলম্ব করেছি, তবে দ্রুত বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’

বিটিআরসির এক কর্মকর্তা বলেন, আমরা টেকনোলজিস দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ করেনি, যা কমিশনের লেনদেন বিধিমালা লঙ্ঘন করেছে।

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড দেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে, তাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ