সীমান্ত এলাকায় মোবাইল টাওয়ার স্থাপনে বিটিআরসির নতুন নির্দেশিকা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মোবাইল অপারেটরদের বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপনের বিদ্যমান নির্দেশিকা শিথিল করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী বিটিএস স্থাপনের জন্য নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
বিটিএস বলতে মূলত মোবাইল অপারেটরদের সেবা প্রদানের জন্য ব্যবহৃত টাওয়ার বোঝায়।
রোববার (১৯ জানুয়ারি) বিটিআরসি ‘বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলসমূহে বিটিএস স্থাপন সংক্রান্ত নির্দেশিকা-২০২৫’ জারি করেছে। এতে ২০২১ সালের নির্দেশিকার তুলনায় টাওয়ার স্থাপন সম্পর্কিত অনুমোদন ও সময়ের জটিলতা কমানো হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার জেলাগুলো ছাড়া অন্যান্য আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলাগুলোর সীমান্তরেখা থেকে শূন্য থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে বিটিএস স্থাপনে এখন শুধু বিটিআরসির অনুমোদনই যথেষ্ট। আগে এই জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগের কাছে আবেদন করতে হতো।
এছাড়া আগে তিন থেকে আট কিলোমিটার এলাকায় বিটিএস স্থাপনের ক্ষেত্রে শুধু ডিজিএফআই-এর অনুমোদন প্রয়োজন ছিল। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এখন এ ক্ষেত্রে শুধু বিটিআরসিতে আবেদন করতে হবে। তবে, শূন্য থেকে তিন কিলোমিটার এবং তিন থেকে আট কিলোমিটার এলাকায় বিটিএস স্থাপনের অনুমোদন পাওয়ার পর উল্লিখিত সংস্থাগুলোকে জানানো হবে।
পূর্ববর্তী নীতিমালায় কক্সবাজার এবং তিন পার্বত্য জেলাসহ অন্যান্য সীমান্ত এলাকায় বিটিএস স্থাপনের জন্য বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাছে আবেদন করার ৪৫ দিনের মধ্যে কোনো আপত্তি বা মতামত না পেলে পরবর্তী ১৫ দিনের মধ্যে মতামত চাওয়া হতো। এই সময়ে কোনো মতামত না পাওয়া গেলে তা 'কোনো আপত্তি নেই' বলে গণ্য করা হতো। নতুন নির্দেশিকায় এ ধরনের কোনো বিধিনিষেধ রাখা হয়নি।
২০২২ সালে প্রতিবেশী দেশ ভারত তাদের সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপন সংক্রান্ত সকল শর্ত তুলে নেয় এবং সীমান্তের শূন্য কিলোমিটারের মধ্যেও টাওয়ার স্থাপন শুরু করে। এর ফলে ভারতীয় অপারেটররা সীমান্তবর্তী অঞ্চলে নির্বিঘ্নে টেলিযোগাযোগ সেবা প্রদান করতে সক্ষম হয়। এর পর থেকে বাংলাদেশের মোবাইল অপারেটররা সীমান্তবর্তী এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে দেশে শর্তাবলী সহজ করার দাবি জানিয়ে আসছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে