Views Bangladesh Logo

বিটিভিতে দেখানো হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দ্বারস্থ হয়েছে তারা। এবার বিটিভিতেই দেখা যাবে জিম্বাবুয়ে সিরিজের খেলা।

বিসিবি কর্তৃক নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত একটি ফিডের মাধ্যমে সরাসরি সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বিটিভি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুটি টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয়া হয়।

আগামী ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের মাঠে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। এই সিরিজটির জন্য মিডিয়া স্বত্ব অংশীদার খুঁজে না পাওয়ার কারণে বিটিভিতে খেলা দেখানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ মিডিয়া স্বত্ব বিক্রির জন্য আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল ক্রিকেট বোর্ড। কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত বেঁধে দেয়া সময়সীমার মধ্যে এই দরপত্রে কেউই আগ্রহ দেখায়নি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সিরিজের মিডিয়া স্বত্ব কিনে ক্ষতির সম্মুখীন হওয়ার ভয়ে আগ্রহ দেখায়নি কেউ। গত বছরগুলোতে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে টি-স্পোর্টস ও জিটিভি বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো সরাসরি সম্প্রচার করেছে। তবে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তি করা হয়নি। ফলে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে বিসিবি।

বিটিভির বিজ্ঞপ্তিতে বলা হয়, জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের কারিগরিবিষয়ক সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন মো. আরিফুল ইসলাম, নিয়ন্ত্রক (প্রকৌশল), ঢাকা কেন্দ্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ