Views Bangladesh Logo

২০২৫-২৬ অর্থবছরে বাজেট হতে পারে ৮ লাখ ৫০ হাজার কোটি টাকার

০২৫-২৬ অর্থবছরে বাজেট হতে পারে প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকার। সরকার আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনতে চাচ্ছে। আর নীতিনির্ধারকরা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ নিয়েই তৃপ্ত থাকতে চান। এমন লক্ষ্যমাত্রা সামনে রেখে এরই মধ্যে নতুন অর্থবছরের বাজেট তৈরির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট যেন আগের মতো রাজনৈতিক উচ্চাভিলাষী না হয়। এ বাজেটে যেন গুরুত্ব পায় বিনিয়োগ ও কর্মসংস্থান।

আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ আশার আলো দেখালেও কোনোভাবেই যেন বাগে আসছে না লাগামহীন মূল্যস্ফীতি। চলতি অর্থবছরে সাড়ে ৬ শতাংশে নামানোর লক্ষ্যমাত্রার বিপরীতে ছয় মাস পরও তা চড়ে আছে ১১ শতাংশের কাছাকাছি।

উচ্চাভিলাষ থেকে সরে খানিকটা সাবধানী বাজেট দেয়া হলেও চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ধরা হয় ৬.৮ শতাংশ। যদিও এর বিপরীত চিত্র আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে। গত অক্টোবরে সম্ভাব্য প্রবৃদ্ধির পরিমাণ সাড়ে ৪ শতাংশ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে দাতা সংস্থাটি।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও গত ছয় মাসে খরচ হয়েছে মাত্র ৪০ হাজার কোটি টাকা। আর ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করতে পেরেছে মাত্র ১ লাখ ৫৯ হাজার ১৫ কোটি টাকা। এই রাজস্ব আদায় বাড়াতেই গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট-শুল্ক বাড়িয়েছে সরকার। এ অবস্থার মধ্যেই চলছে নতুন বাজেট তৈরির কাজ।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, এবার বাজেটের আকার হতে পারে সাড়ে ৮ লাখ কোটি টাকা। ৭ শতাংশ মূল্যস্ফীতির বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে সাড়ে ৫ শতাংশ। তবে বাজেট যেন গতানুগতিক রাজনৈতিক উচ্চাভিলাষী না হয় সেদিকে নজর দেয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ৮ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট হতে পারে বলে শোনা যাচ্ছে। এটি সত্যি হলে সরকার ইনক্রিমেন্টাল বাজেটের দিকেই এগোবে। আর সেটি হলে একই স্ট্রাকচারে এগোবে সরকার। তা হলে পরিবর্তন সেভাবে সম্ভব হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ