Views Bangladesh

Views Bangladesh Logo

মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চালসহ বাল্কহেড ডুবি

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১ এপ্রিল ২০২৪

বাগেরহাটের মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে 'এম ভি সাফিয়া' নামে একটি বাল্কহেড ডুবে গেছে।

রোববার (৩১ মার্চ) বিকেলে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায় 'এমভি শাহাজাদা-৬' নামে একটি লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়।

এ বিষয়ে মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া লাইটার এভি শাহাজাদা-৬' কে রোববার রাতে আটক করা হয়েছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল অথবা ডুবন্ত জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়নি।

এদিকে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা ৫ নাবিককে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে 'এভি শাহাজাদা-৬' নামের লাইটার জাহাজটিকে এদিন সন্ধ্যায় আটক করেছে নৌ পুলিশ।

তবে সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করা হবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৮০ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে ছেড়ে আসে ‘এমভি সাফিয়া' নামে একটি বাল্কহেড। ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য চালগুলো আনা হচ্ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ