Views Bangladesh Logo

রাঙামাটিতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়খালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতুমাং মারমা মারা গেছেন।

দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হওয়ার ৯ দিনের মাথায় বৃহস্পতিবার (৩০ মে) রাত ১১টা ৪৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, গত ২১ মে দুর্বৃত্তদের গুলিতে নিজ ইউনিয়নের মারমা পাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ইউপি চেয়ারম্যান আতুমাং মারমা। পরে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরদিন তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তির পর ওইদিনই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ