প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ
ভারতীয় পেসার হিসেবে প্রথমবার আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন জাসপ্রিত বুমরাহ। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়লেন ৩০ বছর বয়সী এই পেসার। এর আগে এমন কীর্তি গড়েছিলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষেণ সিং বেদি।
বুধবার আইসিসি প্রকাশিত নতুন র্যাঙ্কিং অনুযায়ী, তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন বুমরাহ। ইতিহাস গড়তে সতীর্থ অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়েছেন তিনি। এতদিন র্যাঙ্কিংয়ের তিন নম্বরে ছিলেন বুমরাহ।
র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠার আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯১ রানের বিনিময়ে ৯ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এর ফলে এই টেস্টে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
ডানহাতি এ পেসার প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। ৩৪তম টেস্টের ক্যারিয়ারে যা ছিল তার দশমবার পাঁচ উইকেট শিকারের রেকর্ড।
এদিকে নতুন র্যাঙ্কিং অনুযায়ী দুই থেকে তিনে নেমে গেছেন ইংল্যান্ডের জো রুট। অপরদিকে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করা জ্যাক ক্রলি ৮ ধাপ এগিয়ে আছেন ২২তম স্থানে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে