চ্যাম্পিয়নন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরা, বাংলাদেশের জন্য স্বস্তি
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন জাসপ্রিত বুমরা। পিঠের চোট কাটিয়ে উঠতে পারেননি এই বোলার। ফলে বিধ্বংসী পেসার বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামবে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পিঠের সমস্যায় পড়েন বুমরা। এরপর চ্যাম্পিয়নন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও তাকে ঘিরে যথেষ্ট শঙ্কা ছিল। সর্বশেষ খবর, চোট থেকে সেরে উঠতে তার আরও পাঁচ সপ্তাহের মতো লাগবে। বুমরার না থাকা ভারতের জন্য বড় ধাক্কা। তবে এটি বাংলাদেশের জন্য স্বস্তির খবর। কেননা এই ভয়ঙ্কর বোলারের মুখোমুখি হতে হবে না বাংলাদেশের ব্যাটসম্যানদের। বুমরার বল খুবই বিপজ্জনক। তার বিধ্বংসী ও ধারালো গতির বল যে কোনো ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের।
বুমরা খেলতে না পারায় ভারতের পেস আক্রমণে বড় ধরনের শক্তি কমল। বুমরার জায়গায় দলে নেয়া হয়েছে হর্ষিত রানাকে। আইপিএলের সর্বশেষ আসরে ভালো পারফরমেন্স করায় গত নভেম্বরে বোর্ডার–গাভাস্কার ট্রফি দিয়ে ভারতের হয়ে অভিষেক হয় হর্ষিতের। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলছেন। প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নেন। এই ২৩ বছর বয়সী পেসারের প্রতি আস্থা রাখছে ভারত।
ভারতের দলে আরও চমক আছে। জয়সোয়ালকে বাদ দিয়ে অফস্পিনার বরুণ চক্রবর্তীকে নেয়া হয়েছে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ সেরা হন প্রকৌশলী থেকে ক্রিকেটার হওয়া বরুন।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে