ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দেশটির আলাগোয়াস রাজ্যের দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
আলাগোয়াস রাজ্যের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া হয়েছে অন্য এক গর্ভবতী নারীকে হাসপাতালে নেয়ার পরে তিনি মারা গেছেন বলেও জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, প্রায় ৪০ জন যাত্রী বহনকারী বাসটি উনিয়াও ডস পালমারেস শহরের কাছে একটি ঐতিহাসিক স্থানে যাচ্ছিল। তবে সেরা দা ব্যারিগা পর্বতমালার একটি স্থানের কাছে পৌঁছানোর পর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।
এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেন, তার সরকার ‘ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সকল সহায়তা করবে।’
ব্রাজিলের জাতিগত সমতা বিষয়ক মন্ত্রী অ্যানিয়েল ফ্রাঙ্কো এক বার্তায় বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে তিনি কঠিন আঘাত পেয়েছেন। এই ট্র্যাজেডিটি আমাদের আরও গভীরভাবে দুঃখিত করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে