Views Bangladesh Logo

রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুরের গংগাচড়া উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পাশাপাশি এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে কেবলমাত্র নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দিবারানী সরকারের (৩৯) পরিচয় জানা গেছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের দিকে আর অটোরিকশাটি পাগলা পীর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

তিনজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে ওসি শরিফুল জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ