রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত
রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, দুপুরে আবু হানিফ তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে মোটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে বাসটি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শ্যালিকা যুথি মারা যান। আহত ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তারও মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে