মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শোকবার্তায় তার ঘনিষ্ঠ বন্ধু ড. মনমোহন সিংকে মহান নম্র ব্যক্তি, দূরদর্শী নেতা ও সফল রাষ্ট্রনায়ক হিসাবে বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিতে অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন তিনি।
প্রফেসর ইউনূস বলেন, ভারতের অর্থনৈতিক পরিবর্তনে অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করা হবে।
তিনি বলেন, ড. সিং-এর নেতৃত্ব শুধু ভারতের ভবিষ্যৎই গঠন করেনি, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং পারস্পরিক উপকারী সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করতেও অবদান রেখেছে।
আঞ্চলিক সহযোগিতার প্রসারে ড. মনমোহন সিংয়ের ভূমিকা উল্লেখ করে ড. ইউনূস প্রয়াত এই নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও সহযোগিতায় দক্ষিণ এশীয় অগ্রগতির দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন।
ড. মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তার চিন্তাধারার সমৃদ্ধ উত্তরাধিকার গড়ে তুলতে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ড. মনমোহন সিংয়ের পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে