সাফজয়ী নারী ফুটবলারদের শনিবার সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিজয়ী এই দলকে শনিবার সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
টানা দুইবার সাফের শিরোপা জেতার পর নানা দিক থেকে প্রশংসায় ভাসছেন সাবিনা-ঋতুপর্ণারা। শিরোপাজয়ী দলকে এরই মধ্যে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাবিনাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার। সাফজয়ী মেয়েদের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে