কক্সবাজারে নির্মাণাধীন বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারে আসেন প্রধান উপদেষ্টা। সেখানে পৌঁছানোর পর নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)ও।
এ ছাড়াও বেবিচক কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টাকে জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তারা আরও জানায়, আন্তর্জাতিক এই বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে।
এ ছাড়াও কক্সবাজার সফরকালে প্রধান উপদেষ্টা রুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে। এরপর উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে তার যাওয়ার কথা রয়েছে। সেখানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে