ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠতম সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা।
স্থানীয় সময় বিকেল ৩টায় ব্যাংককে বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তৃতা দেবেন ড. ইউনূস। এ ছাড়া আগামীকাল ৪ এপ্রিল বিমসটেকের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।
এই সফরে ভারতসহ বিমসটেক সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি বিমসটেক সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।
এ ছাড়াও বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যাংকক সময় শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে