Views Bangladesh Logo

স্টারলিংককে বাংলাদেশে আনতে সহযোগিতা করায় মাস্ককে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিষ্যতের সহযোগিতা অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুতে আরও অগ্রগতি অর্জনে বিস্তৃত ভিডিও আলোচনা করায় স্পেসএক্স, টেসলা এবং এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত চিঠিতে মাস্ককে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস।

১৪ ফেব্রুয়ারির কথোপকথনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ইলন মাস্ক বাংলাদেশের উদ্যোগী যুবসমাজ, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাবে জোর দিয়েছিলেন।

তারা আলোচনা করেন, কীভাবে উচ্চগতি ও কম খরচের ইন্টারনেট সংযোগ বাংলাদেশে ডিজিটাল বৈষম্য দূর, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়ন এবং এর লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাদের জাতীয় সীমানার বাইরেও অ্যাক্সেস দিতে পারে।

প্রফেসর ইউনূস বলেছেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি এবং দেশকে বিশ্বজুড়ে ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে সংহত করবে।

বাংলাদেশসহ বিশ্বের অন্য অঞ্চলগুলোতে প্রযুক্তিচালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সাথে কাজ করার উৎসাহও প্রকাশ করেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণফোনের গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সাথে সংযুক্ত করার অগ্রণী পদক্ষেপের সম্প্রসারণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ