Views Bangladesh Logo

গণশুনানি

নতুন শিল্পখাতে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ

তুন শিল্পখাতে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি। প্রস্তাব অনুযায়ী, নতুন শিল্প কারখানার বয়লার ও জেনারেটরে (ক্যাপটিভ) ব্যবহৃত গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গ্যাসের দাম বৃদ্ধির এ প্রস্তাবের ওপর গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।

এদিকে, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গণশুনানি বাতিলের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শুনানির সময় একই ভবনের নিচে মানববন্ধন করেছে সংগঠনটি।

গণশুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম দাবি করে বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত ১৫ বছরে সমন্বয়কৃত লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে মূল্যহার কমাতে হবে।’ তিনি বলেন, ‘জ্বালানি অপরাধীদের বিচারের আওতায় আনতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করা দরকার।’ পাশাপাশি, জ্বালানি অধিকার সংরক্ষণ ও সুবিচার নিশ্চিত করতে বিইআরসি আইন সংস্কারেরও দাবি জানান তিনি।

অধ্যাপক শামসুল আলম বলেন, ‘বিইআরসিকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় ক্যাব আইনগত ব্যবস্থা নেবে’। তিনি আরও বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর এ প্রস্তাব ভয়ংকর গণবিরোধী এবং এতে ৩ হাজার ৪০০ কোটি টাকা সাশ্রয়ের নামে সাধারণ জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হবে। প্রয়োজনে ক্যাব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ