হিমোফিলিয়া দিবসে জনসচেতনতার আহ্বান
বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা ও বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করে হেমাটোলজি সোসাইটি ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আলোচনা সভায় বক্তারা হিমোফিলিয়া নিয়ে জনসচেতনতা বাড়ানো, রোগ শনাক্তকরণে কেন্দ্রীয় রেজিস্ট্রি তৈরিসহ স্বল্পমূল্যে ওষুধ নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা জানান, হিমোফিলিয়া একটি রক্তক্ষরণজনিত রোগ, যাতে আক্রান্ত ব্যক্তির রক্ত সহজে জমাট বাঁধে না। দেশে এই রোগে আক্রান্তদের মাত্র ১০ শতাংশ শনাক্ত হয়েছেন। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ রোগী চিকিৎসার বাইরে রয়ে গেছেন।
ঢাকা ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠক ও বৈজ্ঞানিক অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন, সাংবাদিক ইউনিয়ন এবং রোস বাংলাদেশ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে