Views Bangladesh Logo

বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী কানাডা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ জানিয়েছে কানাডা।

রবিবার (১৯ মে) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎকালে এ কথা জানান কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল জে থপ্পিল। তাঁর নেতৃত্বে সাক্ষাতে আরও ছিলেন দেশটির একটি বাণিজ্য প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শিল্পমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান।

এ সময় শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ যা কানাডাসহ বৃহৎ ও উন্নত দেশগুলোকে আকর্ষণ করেছে। বাংলাদেশে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতসহ অনেক দেশ বৃহৎ আকারে বিনিয়োগ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতাসহ বিনিয়োগবান্ধব পরিবেশ, কম মজুরিতে দক্ষ শ্রমিক ও প্রয়োজনীয় অবকাঠামো।

এ সময় কানাডার বাণিজ্য প্রতিনিধি বলেন, “আমরা সুদূরপ্রসারী লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে বড় আকারে বিনিয়োগে আগ্রহী। এর মাধ্যমে দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে ও উভয় পক্ষ লাভবান হবে।”

তিনি আরও জানান, শ্রমিক অধিকার রক্ষা ও শ্রম নীতি প্রতিপালন এবং ট্যারিফ নির্ধারণের মতো বিষয়গুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

কানাডাতে দক্ষ ও বিশ্বমানের সাইবার সিকিউরিটি ফার্ম রয়েছে উল্লেখ করে বাংলাদেশের সাইবার নিরাপত্তা সেক্টরে দেশটির কাজ করার ইচ্ছাও জানান কানাডার এই বাণিজ্য প্রতিনিধি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ