কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আজ সন্ধ্যায়
প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন—কান চলচ্চিত্র উৎসব। ৭৮তম এ আসরের পর্দা উঠছে আজ ১৩ মে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট)। ফ্রান্সের কান শহরের ‘পালে দ্য ফেস্টিভ্যাল’ ভবনে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন বিশ্বজুড়ে থেকে আসা তারকা নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা।
উদ্বোধনী আয়োজনে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেওয়া হবে কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরোর হাতে। এই সম্মান গ্রহণ করতে তিনি উপস্থিত থাকবেন গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে। এবারের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে আমেলি বোনাঁর পরিচালনায় ‘লিভ ওয়ান ডে’, যা নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি।
চলতি আসরে অফিসিয়াল সিলেকশনে রয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য ও ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১২টি চলচ্চিত্র, যারা লড়বে উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য।
আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়েছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে রয়েছে ১২টি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস বিভাগে ৯টি ছবি। পাশাপাশি কান ক্লাসিক সেশনসে রয়েছে ৩০টি এবং লা সিনেফ বিভাগে দেখানো হবে ১৬টি চলচ্চিত্র।
উল্লেখযোগ্যভাবে, গত এক দশকে এই প্রথমবার কোনো কোরীয় চলচ্চিত্র কান উৎসবের কোনো বিভাগে স্থান পায়নি।
এবারের উৎসবটি বিশেষ হয়ে উঠেছে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য। তিনি মূল প্রতিযোগিতায় নির্বাচিত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিন্যানশিয়াল স্কিম’-এ অভিনয় করেছেন। এছাড়া তিনি নিজেই নির্মাণ করেছেন ‘এলিয়ানোর দ্য গ্রেট’, যা স্থান পেয়েছে আঁ সার্তে রিগা বিভাগে।
এদিকে, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর-এর অভিনীত ‘হোমবাউন্ড’ ছবিও আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়েছে, যা তার ক্যারিয়ারে একটি নতুন অর্জন।
বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য এবার বিশেষ গর্বের বিষয় হলো, আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ প্রতিযোগিতা করছে স্বর্ণপাম জয়ের জন্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে