Views Bangladesh

Views Bangladesh Logo

সোমালিয়ায় ইউরো ফাইনাল দেখার সময় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১৫ জুলাই ২০২৪

উরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দেখার সময় সোমালিয়াতে একটি ক্যাফের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (১৫ জুলাই) এ তথ্য জানায় নিরাপত্তা সূত্রগুলো ।

এর আগে পুলিশ জানিয়েছিল, বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং আরও ২০ জন আহত হয়।

বিবিসি জানিয়েছে, রবিবার (১৪ জুলাই) রাতে দেশটির রাজধানী মোগাদিশুতে একটি ক্যাফের ভিতরে ফুটবল ভক্তরা যখন স্পেন ও ইংল্যান্ডের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দেখছিলেন তখন ক্যাফের বাইরে বোমা বিস্ফোরণটি হয়।

বিস্ফোরণের পরে ভয়াবহ দৃশ্যের বর্ণনা করেন প্রত্যক্ষদর্শীরা। তাদের মতে, শক্তিশালী বোমা বিস্ফোরণে ক্যাফের প্রধান প্রবেশদ্বার ধ্বংস হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ম্যাচ চলাকালে রেস্তোরাঁটি সম্পূর্ণ ভরে গিয়েছিল। এ সময় কিছু ফুটবল ভক্ত রেস্তোরাঁর বাইরে ফুটপাতে ছিল। বোমাটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে লোকজনকে হুড়োহুড়ি করতে দেখা যায়।

এ ঘটনায় বেঁচে যাওয়াদের মধ্যে মোহাম্মদ মুসে নামের একজন বিবিসিকে বলেন, ‘ম্যাচের প্রথমার্ধে আমরা বিকট ও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এ সময় সবাই কীভাবে নিজেকে বাঁচানো যায় সেটা খুঁজে বের করার চেস্টা করছিল।’

এ ব্যাপারে জাতীয় নিরাপত্তা সংস্থার একজন কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেছেন, বিস্ফোরণে নয়জন বেসামরিক লোক নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে জিহাদি গোষ্ঠী আল-শাবাব। গোষ্ঠীটি বলেছে, তারা এমন একটি জায়গা টার্গেট করেছিল যেখানে নিরাপত্তা ও সরকারি কর্মীরা রাতে মিলিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ