Views Bangladesh Logo

খুলনায় সারবোঝাই কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনার রূপসা নদীতে সারবোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন- জাহাজের বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডুবে যাওয়া কার্গো জাহাজটির নাম টিএলএন-১। খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি টিম নিখোঁজদের উদ্ধারে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে।

এ ব্যাপারে ওই জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, জাহাজটি মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে এক হাজার ১৪০ টন টিএসপি সার নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত নিখোঁজ হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ