Views Bangladesh Logo

ক্যারিবিয়ান ক্রিকেটার অ্যালেনকে বন্দুক ঠেকিয়ে ছিনতাই

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে বিপদে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। দিনের বেলায় তার মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালায় দুষ্কৃতিরা।

পরে এসএ টি-২০ আয়োজক এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রত্যেকেই এ ঘটনার কথা স্বীকার করে। তার পরই দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, এসএ টি-২০ লিগে পার্ল রয়্যালস দলের হয়ে খেলছেন অ্যালেন। ২৮ বছরের এই অলরাউন্ডার ছিলেন জোহানেসবার্গের বিখ্যাত স্যান্ডটন সান হোটেলে। সোমবার (৫ ফেব্রুয়ারি) হোটেলের বাইরেই কয়েক জন দুষ্কৃতি বন্দুক নিয়ে তাকে আক্রমণ করে। এ সময় তারা অ্যালেনের ফোন এবং আরও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেয়। একটি ব্যাগও ছিল তার মধ্যে।

এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার দাবি, অ্যালেনের কোনও ক্ষতি হয়নি। ক্রিকেটারের সঙ্গে তারা যোগাযোগ করেছে। প্রধান কোচ আন্দ্রে কুলি কথা বলেছেন অ্যালেনের সঙ্গে। লিগে খেলা আরও এক ক্যারিবিয়ান ক্রিকেটার ওবেড ম্যাকয়ের সঙ্গেও কথা হয়েছে। আপাতত ভালই আছেন অ্যালেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ