Views Bangladesh Logo

কার্টুন নেটওয়ার্কের কিংবদন্তি ডেভিড স্টিভেন কোহেন আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

পনাদের কি মনে পড়ে ‘কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ’ নামে একটি অ্যানিমেটেড কার্টুন সিরিজ দেখার কথা? গোলাপি রঙের এই কুকুর কারেজ তার ভয়ংকর ও কল্পনাপ্রবণ গল্প দিয়ে শিশুদের মুগ্ধ করেছিল। এই সিরিজের প্রথম সিজন থেকে গল্পটির স্ক্রিপ্ট রাইটারদের সঙ্গে যোগ দেন ডেভিড স্টিভেন কোহেন, যিনি পরে জন আর. ডিলওয়ার্থ শোয়ের প্রধান স্ক্রিপ্ট রাইটারের দায়িত্ব পান। ৫৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এই রাইটার।

কোহেনের অসাধারণ সৃজনশীলতার ছোঁয়ায় অ্যানিমেটেড কার্টুন সিরিজটি বিশ্বব্যাপী লাখো শিশুর মনোরঞ্জন করে। সিরিজটির প্রথম সিজনে স্ক্রিপ্ট রাইটার হিসেবে যোগ দেয়ার পর ২০০২ সালে শোটি শেষ হওয়ার আগ পর্যন্ত বেশ কিছু অসামান্য পর্ব রচনা করেন তিনি।

‘কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ’-এর অদ্ভুত ও আবেগঘন জগৎটি অনেকটাই প্রভাবিত হয়েছিল কোহেনের হাত ধরে। ‘ক্লাব ক্যাটজ’, ‘১০০০ ইয়ার্স অফ কারেজ’, ‘ফরবিডেন হ্যাট অফ গোল্ড’ এবং ‘দ্য স্যান্ড হোয়েল স্ট্রাইকস’-এই স্মরণীয় পর্বগুলোতে তার গল্প বলার দক্ষতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

কারেজের চেয়েও বেশি কল্পনাপ্রবণ ছিলেন কোহেন। তিনি তার সাহিত্য প্রতিভা দিয়ে ‘ফিল অফ দ্য ফিউচার’, ‘দ্য ওয়াবুলাস ওয়ার্ল্ড অফ ড. সিউস’ এবং ‘বাল্টো’র মতো কিছু শোয়ে অবদান রেখেছিলেন।

কানসাসের নির্জন ও বিষাদময় নোয়্যার গ্রামে ‘কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ’ কার্টুন সিরিজটি করা হয়। এই সিরিজটি তৈরি করা হয় কারেজ নামের এক কুকুরকে ঘিরে। সে তার বয়স্ক মালিক মিউরিয়েল ও ইউস্টেস ব্যাগের সঙ্গে থাকেন।

সিরিজটিতে দেখানো হয়, তাদের শান্তিপূর্ণ খামারে অদ্ভুত এবং ঘন ঘন অস্বাভাবিক ঘটনার ঘটনা ঘটে। এতে সহজেই আতঙ্কিত হয়ে পড়ে কারেজ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ