Views Bangladesh

Views Bangladesh Logo

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষতি ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতপরিচয় সাত থেকে আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) মামলার এফআইআর আদালতে দাখিল করা হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তা গ্রহণ করে ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার উপ-পরিদর্শক অনুপ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘গত ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭-৮ হাজার শিক্ষার্থী বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-শস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করে।’

এতে আরও বলা হয়, ‘কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা, জীবননাশের হুমকি প্রদান এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তঘাতমূলক কাজ করে। এ ছাড়া পুলিশের আর্মড পুলিশ কার (এপিসি) ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করায় সর্বমোট দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ