ঢাবির সাবেক ভিসিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
২০১৮ সালের কোটা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্যের করা ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে শাহবাগ থানায় মামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা মো. রাশেদ খান।
রোববার (৪ মে) দুপুর সাড়ে ৩টায় এ মামলা দায়ের করেন তিনি।
মামলার বাকী আসামিরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব হাসান সুইম, মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, ঢাবির তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সামাদ।
এ বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর ভিউজ বাংলাদেশকে বলেন, ‘রাশেদ সাহেব আমাদের কাছে একটি এজাহার জমা দিয়েছেন। এতে বলা হয়েছে, ২০১৮ সালের ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় গণপদযাত্রায় অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়, টিয়ারশেল নিক্ষেপ করা হয় এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্যরা হামলায় অংশ নেয়। আমরা এজাহার গ্রহণ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে