Views Bangladesh Logo

নোয়াখালীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।

এর আগে বুধবার (২ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে কবিরহাট থানায় মামলাটি করেন নির্যাতিত শিশুটির মা।অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করেন। এরপর ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার ওপর নিজেদের ট্রাক্টরে খেলাধুলা করছিল। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে ছুটে এসে মেয়েকে উদ্ধার করে নিয়ে যান। এরপর শিশুটির মা তার মেয়ের শারীরিক অবস্থার অবনতির কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলেও তার সঙ্গে একই কাজ করে ফরিদ।

এ ব্যাপারে ওসি শাহীন মিয়া আরও জানান, গত ৩০ মার্চ আসামি ফরিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ দায়ের হওয়া নারীও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ