Views Bangladesh Logo

ক্যাসিনো কাণ্ড: ইউপি নির্বাচনে অংশ নিতে পারবেন না সেলিম প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারছেন না ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান। পাশাপাশি, আদালতের সময় নষ্ট করায় ১০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে তাকে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার (১৬ মে) এই আদেশ দেন।

নির্বাচন কমিশনের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ পরে সাংবাদিকদের বলেন, “সেলিম প্রধান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদালতের সময়ের অপব্যবহার করার জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

উল্লেখ্য, অনলাইন ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধভাবে ৫৭ কোটি ৭৯ লাখ টাকা আয় এবং থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২২ কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় গত বছরের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত সেলিম প্রধানকে আট বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দেশব্যাপী আলোচিত ক্যাসিনো কাণ্ডে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরে ব্যাংককগামী একটি উড়োজাহাজ থেকে গ্রেপ্তার হয়েছিলেন সেলিন। চার বছর কারাভোগ শেষে গত বছরের ২৩ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান।

এছাড়া, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সাজা পেয়েছেন সেলিম। ঋণখেলাপি হওয়ায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

এসব কারণে তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ সেলিমকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। ওই আদেশের পরে পৃথক আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান ও নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ