তৈরি পোশাক
বাজারের দামে আগুন, ক্ষেপিয়ে তুলছে শ্রমিকদের
বাজারের দামে আগুন, ক্ষেপিয়ে তুলছে শ্রমিকদের
দেশের পোশাকশিল্পে কর্মরত শ্রমিকের নূন্যতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান মঙ্গলবার (১৪ নভেম্বর) এ ঘোষণা দেন। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তবে মজুরি বোর্ডের এই সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে শ্রমিক সংগঠনগুলো। তাদের দাবি, সর্বনিম্ন বেতন ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ বাজারে সামান্য এই বেতনে জীবনধারণের ব্যয় মেটানো অসম্ভব বলে জানিয়েছেন তারা। তবে তাদের এ দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বিজিএমইএ।