ইয়ুথ ক্লাব
যেখানে আমার মন পড়ে রয়
যেখানে আমার মন পড়ে রয়
সপ্তাহে একবার ঢাকার হট্টগোল ছেড়ে আমি বাড়ির পথে রওয়ানা হই। বিমানবন্দরে এসেই গন্ধ পাই জেট জ্বালানির। তুমুল ব্যস্ততা চারদিকে; কিন্তু আমার কাছে এটি শুধু টার্মিনাল নয়, পবিত্র কিছুর কাছে যাওয়ার সূচনাবিন্দু। একা একা ভ্রমণ করি, শখে বা কাজে নয়, প্রাণের টানে। পরিবারের কাছে যাই। এমন এক আকুলতার দিকে ছুটে যাই, যা এই শহর আমাকে দিতে পারে না। বাড়ি।