Views Bangladesh Logo

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩০ শতাংশেরও বেশি ভোট পড়েছে: সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ চলে।

দ্বিতীয় ধাপের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বিক্ষিপ্ত সহিংসতার ঘটনাও ঘটেছে।

ইসি সচিব জাহাংগীর আলম গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১৭ শতাংশ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে ভোট হওয়া ১৫৬টি উপজেলায় ১৩ হাজার ১৬টি ভোটকেন্দ্রে পুরুষ ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৪৬৪ জন, নারী ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন নারী ও ২৩৭ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন।

১৫৬টি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৪৬৮টি পদের বিপরীতে ৬০৩ জন চেয়ারম্যানসহ ১ হাজার ৮২৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯টি জেলার ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি উপজেলায় প্রচলিত ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ