আলমারি উজাড় করে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কাপড় বিলি করছেন হলিউড তারকারা
দুদিন ধরে সারা বিশ্বের মানুষ টেলিভিশনে-সামাজিক যোগাযোগমাধ্যমে দেখল হলিউড পুড়ছে। কোনো ছবির দৃশ্য নয়, বাস্তবেই পুড়ে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ চলচ্চিত্র জগতের এই প্রাণকেন্দ্র। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ১০ জন মারা গেছেন, আহত হয়েছেন অসংখ্য, ১০ হাজার স্থাপত্য পুড়ে গেছে আর প্রায় ২ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছেন। অনেক বড় বড় তারকা তাদের বাড়িঘর-অফিস ছেড়ে এক কাপড়েই পালিয়েছেন প্রাণ বাঁচাতে। তাদের মধ্যে আছেন মার্কিন তারকা প্যারিস হিলটন, টম হ্যাংক্স, বেন অ্যাফ্লেক, মারিয়া শিভার, মেল গিবসন, পিট লি, মেলিসা ক্লেয়ার ইগান, অ্যান্টনি হপকিন্স, মাইলস টেলার, কেলি টেলার, টিনা নোলসসহ অনেকে। সংবাদমাধ্যমে, টেলিভিশনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের সব হারানোর বেদনার কথা জানিয়েছেন করুণভাবে।
অনেক তারকা যখন সব হারিয়ে দিশেহারা তখন অনেক তারকা আবার এগিয়ে আসছেন সতীর্থদের সাহায্যে। নিজেদের আলমারি উজাড় করে দিয়ে পোশাক বিলি করছেন। নিত্যদিনের প্রয়োজনীয়, জরুরি সব জিনিসপত্র রাস্তায় সাজিয়ে আছেন, উন্মুক্ত ঘোষণা দিয়ে- যার যা দরকার সে যেন সব নিয়ে যায়।
স্যারন স্টোন আর হ্যালি বেরি ঘোষণা দিয়েছেন- আমার পুরো আলমারিই তোমাদের জন্য খোলা। জুতা-মোজা, সোয়েটার, জামা, ব্যাগ, বেল্ট যা দরকার নিয়ে যাও।
ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ঘুরে ঘুরে তারকাদের বিলি করা জিনিসপত্র সংগ্রহ করছেন। অনেক তারকা এমনকি তার শখের জিনিসটি পর্যন্ত দিয়ে দিয়েছেন।
হ্যালি ব্যারি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তুমি যদি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাস করো, তোমাকেও সাহায্যে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এটাই আমাদের এই মুহূর্তের কর্তব্য। যে যেভাবে পারি ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা।’
সরকারি-বেসকারি সাহায্যকারীদের সঙ্গে হলিউড তারকারা স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করছেন। রাস্তায় দাঁড়িয়ে অনেকে খাদ্য-পানীয় বিলি করছেন। শিশু ও বৃদ্ধদের সেবা করছেন। তারকাদের দেখে অনেক সাধারণ মানুষ এগিয়ে এসেছেন দ্বিগুণ উৎসাহে। অনেকে বাড়িঘর হারিয়ে একেবারে শূন্য হয়ে গেছেন। তাদের সাহায্যার্থেও বিপুল অঙ্কের ত্রাণ তুলছেন হলিউড তারকারা। সাধারণ মানুষকে উৎসাহ দেয়ার জন্য তারকারা সেটা ঘোষণাও করছেন।
তারকারা বলছেন, এ শহর ভালোবাসা দিয়ে তৈরি। আর এখনই সেই ভালোবাসা প্রকাশের সময়। এখন সবার সমর্থন প্রয়োজন। যে ভয়ংকর দাবানল ও গভীর ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে হলিউড এখন যাচ্ছে একদিন নিশ্চয়ই এ নিয়ে বিশ্বসেরা কোনো চলচ্চিত্র তৈরি হবে। আপাতত ছবির কাহিনীর মতোই এক বাস্তবতা হলিউডে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে