নগদে ফরেনসিক অডিট করবে কেন্দ্রীয় ব্যাংক
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক রেকর্ডের নিরীক্ষা বা যাচাইকে ফরেনসিক অডিট বলা হয়।
ফরেনসিক অডিটের সময়, একজন অডিটর এমন প্রমাণ খোঁজেন যা আদালতে ব্যবহার করা যেতে পারে। জালিয়াতি বা অর্থ আত্মসাতের মতো অপরাধমূলক কর্মকাণ্ড উন্মোচন করতে ফরেনসিক অডিট ব্যবহার করা হয়।
ফরেনসিক অডিটে কোম্পানির আইটি সিস্টেম, সফটওয়্যার ইত্যাদি থেকে মুছে ফেলা তথ্যও উদ্ধার করা হয়ে থাকে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাকবিভাগের নাম ভাঙিয়ে মোবাইল আর্থিক সেবা চালু করে নগদ। বিদ্যমান আইন অনুসারে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সহযোগী কোম্পানি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের মোবাইল আর্থিক সেবা দেওয়ার সুযোগ নেই। এই আইন লঙ্ঘন করেই মোবাইল আর্থিক সেবা শুরু করে নগদ।
আইন লঙ্ঘন করা সত্ত্বেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক বা সরকার কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে একটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়। নানা কারণে প্রতিষ্ঠানটি ওই লাইসেন্স সমর্পণ করলে পরবর্তীতে তাদেরকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও দেয় কেন্দ্রীয় ব্যাংক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে