Views Bangladesh Logo

বান্দরবানে একযুগ পর মঞ্চায়িত হলো 'চইংজা:খ্রাং'

বাংলাদেশ শিল্পকলা একাডেমি'র প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে এবং প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫ উপলক্ষে বান্দরবানে দীর্ঘ একযুগ পর মঞ্চ নাটক 'চইংজা:খ্রাং' মঞ্চায়িত হয়েছে।

গত শনিবার রাতে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০ জন তরুণ নাট্যশিল্পীর অংশগ্রহণে মঞ্চায়িত হয় নাটকটি। স্থানীয় মারমা জনগোষ্ঠীর ভাষায় 'চইংজা:খ্রাং' এর অর্থ হল 'কাল্পনিক'। প্রায় এক ঘণ্টার এই নাটকটি বান্দরবান জেলার বৈচিত্র্যময় জনজীবনের এক চরিত্রকে কেন্দ্র করে নির্মিত। নাটকের মূল ভাবনায়, একটি চরিত্র কখনো স্বপ্নরাজ্যে চলে যায়, আবার কখনো বাস্তবতার সঙ্গে মিশে যায়। নাটকটি স্বপ্ন ও বাস্তবতার দ্বান্দ্বিকতার মধ্যে শ্রাবণের কিংকর্তব্যবিমূঢ় অবস্থা তুলে ধরে, যেখানে শিক্ষার সংকট এবং সমাজের অবক্ষয় তুলে ধরা হয়।

এ ছাড়া, নাটকটি পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে 'আমরা সবাই বাংলাদেশী' এই বার্তা ফুটিয়ে তুলেছে, যা স্থানীয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। বান্দরবানে দীর্ঘ একযুগ পর মঞ্চ নাটক অনুষ্ঠিত হওয়ায় সেখানে উপস্থিত দর্শকদের পাশাপাশি পুরনো নাট্যশিল্পীরাও অনুষ্ঠানস্থলে ভিড় জমায়।

প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাংস্কৃতিক বিভাগের কনভেনার নাছির উদ্দীন বলেন, "মঞ্চ নাটক শিল্পী তৈরির প্রথম মাধ্যম। তবে আধুনিকতার প্রভাবে গ্রামাঞ্চলে মঞ্চ নাটক আজ প্রায় হারিয়ে গেছে। শিল্পকলার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ ভুলে মঞ্চ নাটকের প্রতি আগ্রহ সৃষ্টি করা হবে।"

এ ছাড়া, নাট্যভাবনা, পরিকল্পনা ও নির্দেশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুবীর মহাজন জানান, "এক ঘণ্টার মধ্যে সমাজের ছোট ছোট কিছু সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকরা নাটকটি দেখে ভালোমন্দ বিচার করতে পারবেন।"

অনুষ্ঠানে বান্দরবানের নাট্য ব্যক্তিত্ব মিলন ভট্টাচার্য, থোয়াইচা প্রু নিলু, ডমেপ্রু ডলি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই জাতীয় নাট্যোৎসবের আয়োজন দেশব্যাপী নাট্যচর্চার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন আয়োজকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ