Views Bangladesh

Views Bangladesh Logo

বগুড়ায় শিক্ষার্থীদের বাধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা পণ্ড

Masum   Hossain

মাসুম হোসেন

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

গুড়ায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে এসে বাধার সম্মুখীন হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারসহ তার দল। সাধারণ শিক্ষার্থীদের এক পক্ষের বাধায় সভাস্থল ত্যাগ করেন তারা। প্রায় ঘণ্টা তিনেক তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়।

অভিযোগ উঠেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা দেয়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা রয়েছেন, তারা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে চত্বরে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে মাহিন সরকারসহ তার লোকজন পৌঁছানোমাত্রই হামলার শিকার হন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে থাকা তিন শতাধিক ছাত্র তাদেরকে কর্মসূচি পালনে বাধা দেয়। পরে তারা নিরাপত্তার জন্য কলেজ ভবনে গিয়ে উঠেন। সেখানেই তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কলেজ চত্বরে অবস্থান করেন। এমতাবস্থায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও মাধরের কোনো ঘটনা ঘটেনি।

পরবর্তীতে বিকেল ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা দেয়া শিক্ষার্থীরা কলেজ চত্বর ছেড়ে চলে যান। তবে কলেজ চত্বরে অবস্থানকালে তারা মাহিন সরকারসহ তার সঙ্গে থাকা সবাইকে ভুয়া সমন্বয়ক বলাসহ বিভিন্ন শ্লোগান দেন।

মাহিন সরকারের বিরোধীতা করা শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন সাকলায়েন সাদিক নামে একজন। তিনি ভিউজ বাংলাদেশকে জানান, মাহিন সরকার সবার সাথে কথা না বলেই বগুড়ায় আসেন। তিনি যদি সবার সঙ্গে সমন্বয় করে কর্মসূচিতে আসতেন তাহলে কোনো সমস্যা ছিল না। এখন বগুড়া কর্মসূচি পালন করার জন্য সারজিস আলম বা হাসনাত আব্দুল্লাহর আসতে হবে। সবাই তাদেরকেই চাচ্ছেন।

সারজিস আলম, আবুল হাসনাতের সঙ্গে মাহিন সরকারের কোনো দূরত্ব আছে কি না-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা কিছু বলতে চাচ্ছি না আপাতত।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ঘোষিত বগুড়ার সমন্বয়ক কমিটির একজন নিয়তি সরকার নিতু ভিউজ বাংলাদেশকে জানান, আজকের কর্মসূচির কথা সবাইকে জানানো হয়েছিল। এরপরও ছাত্রশিবিরের কিছু লোকজন এই সমস্যার সৃষ্টি করেছেন। নিজেদের আধিপত্য জানান দেয়ার জন্য আমাদেরকে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ