Views Bangladesh Logo

ঢাবি, ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবন ঘেরাওকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা৷ এতে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করে দেয়।এতে সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। এসময় উভয় পক্ষের শিক্ষার্থীদেরই পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাত কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে পাঁচ-ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত ১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে।

এদিকে শিক্ষার্থীদের দুইপক্ষকেই দ্বন্দ্বে না জড়ানোর অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এমন আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ