চেক প্রতারণা মামলা: আত্মসমর্পণের পর জামিন পেলেন চয়নিকা চৌধুরী
চেক প্রতারণা মামলায় আত্মসমর্পণ করার পর জামিন পেয়েছেন চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) তিনি ঢাকার একটি আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. বুলবুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম আহমেদ।
এর আগে, ৬ মে চয়নিকা চৌধুরী আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। সেদিন সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারিত ছিল, কিন্তু তার আইনজীবী সময় চাইলেও আদালত তা নামঞ্জুর করেন এবং জামিন বাতিলের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ মে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ চয়নিকার বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৪ আগস্ট ‘জীবন সুন্দর হোক’ শিরোনামে একটি টেলিভিশন নাটক নির্মাণের জন্য রিয়াজ চয়নিকার সঙ্গে চুক্তি করেন এবং তাকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন। ওই বছরের ৩০ অক্টোবর চয়নিকা একই পরিমাণ টাকার একটি চেক রিয়াজকে দেন।
পরবর্তীতে চয়নিকা নাটকটি নির্মাণ করতে অস্বীকৃতি জানান এবং জানুয়ারিতে চেকটি তুলতে বলেন। কিন্তু বারবার ব্যাংকে চেষ্টা করেও রিয়াজ চেকের টাকা তুলতে ব্যর্থ হন, কারণ চেকটি বাউন্স হয়। আইনি নোটিশ পাঠানো সত্ত্বেও চয়নিকা টাকা ফেরত না দেয়ায় পরে রিয়াজ আদালতের শরণাপন্ন হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে